কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। ফলে আপাতত এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হবে না।
শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আজম।
এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর বাংলাদেশ বিমানসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতিও নিতে শুরু করে।
কিন্তু আন্তর্জাতিক ঘোষণা কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যেই তা স্থগিতের সিদ্ধান্ত এলো। স্থগিতাদেশের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
পর্যটনকেন্দ্রিক জেলা কক্সবাজারকে ঘিরে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি চলছিল। নতুন টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে প্রজ্ঞাপন স্থগিতের ফলে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়ল।
সদ্য সংবাদ/এমটি



























