সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
দুর্নীতি দমন কমিশন (দুদক) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমকে নিয়ে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে কক্সবাজারে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি বরাদ্দ নিয়ে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নির্মাণ করেছেন। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে শফিউল আলম সংক্রান্ত তথ্য চেয়ে ইতোমধ্যে সরকারি বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে।