কক্সবাজারে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে জি-থ্রি রাইফেল ২টি, এমএ-১ ১টি, এলএম ১টি, ম্যাগাজিন ৮টি ও গুলি ৫০০ রাউন্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার হ্নীলায় খরের দ্বীপে অভিযানের সময় পাচারকারীরা গুলি চালিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উখিয়ার-৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।