টেকনাফে নারী-শিশুসহ উদ্ধার ৩৮ জন, দুই পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে মানব পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময় পাচারকারী সদস্যের দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানে ১৮ নারী, ১২ পুরুষ এবং ৮ শিশুকে উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, পাচারকারীরা তাদের আটক রেখে মুক্তিপণ আদায়সহ বিভিন্নভাবে নির্যাতন চালাতো।
আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, ভবিষ্যতেও মানব পাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























