মেয়ে নিসাকে নিয়ে যে দুঃখের কথা জানালেন কাজল
বিপুল চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেও বলিউডে পা রাখবেন না নিসা দেবগন, বলিউড তারকা অজয় দেবগন ও কাজলের কন্যা। ছোটবেলা থেকেই আলোকচিত্রীদের নজরে থাকা নিসা রাস্তায় বেরোলেই ক্যামেরার ঝলকানি ও সামাজিক মাধ্যমে ছবির সমালোচনার মুখোমুখি হতেন।
কাজল জানান, নিসার শৈশবের ছবি নিয়ে বারবার সমালোচনা হত—চুলের ছাঁট, পোশাক, বা সাধারণ জামা পরার বিষয়গুলো নিয়েই। এই সমালোচনার ফলে নিসার শিশুমনে গভীর প্রভাব পড়েছে। নিসা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি অভিনয়ে আসবেন না। কাজলও মেয়েকে এই বিষয়ে কোনো চাপ দিচ্ছেন না।



























