রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা আদিলুর
‘নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালনা করতে হবে’
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নের খসড়া দেখেই সই করবে এনসিপি
হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ
ঝালকাঠিতে বাইকের পেছনে বাসের ধাক্কা, বিএনপি নেতার মৃত্যু
‘মাদক ছুতো’য় ভেনেজুয়েলা ঘিরে ফেলেছে আমেরিকা, অভিযোগ মাদুরোর
নির্বাচন ঘিরে ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
‘প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি’
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা
ডেঙ্গু শনাক্ত ৬৪ হাজার ছাড়ালো

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ২৫ অক্টোবর ২০২৫

বিজেএস পরীক্ষায় পরিবহন সুবিধা দিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

বিজেএস পরীক্ষায় পরিবহন সুবিধা দিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি
ছবি: সংগৃহীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে পরিবহন সুবিধা প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য–সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্মারকলিপি সূত্রে জানা যায়, আগামী ১ নভেম্বর ঢাকার বিভিন্ন কেন্দ্রে ১৮তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিনটি বিভাগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেবেন। তাঁদের যাতায়াতের ভোগান্তি কমিয়ে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। উক্ত পরীক্ষায় পরিবহন সেবা প্রদান শিক্ষার্থীদের জন্য সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা প্রদানের আবেদন জানায় সংগঠনটি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘আমরা পরিবহন প্রশাসকের মাধ্যমে ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। বিসিএস পরীক্ষার্থীদের মতো বিজেএস পরীক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির পাশে শাখা ছাত্রদল সবসময় থাকবে।’

জানতে চাইলে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘আমার কাছে ছাত্রদলসহ বিভিন্ন পক্ষ দাবি নিয়ে এসেছে। আমি বিষয়টি ফরমালি ভিসি স্যারকে অবগত করেছি। বাকিটা ভিসি মহোদয় সিদ্ধান্ত নেবেন।’

সদ্য সংবাদ/ এস. এম. শাহরিয়ার স্বাধীন

সর্বশেষ