সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ থেকে ১৫টি সিএনজি আটক করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় সড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন: বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শ্বাশ্বত গোলদার ও (২০২৪-২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থী গাজী মুহিত। দুর্ঘটনার পরপরই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় রিক্সা চালকও গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী প্রোডাকশনের কাজে রিকশাযোগে ক্যাম্পাসের বাইরে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি রিকশাটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের (২০২৪-২৫) সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ ওমায়ের অন্তু বলেন, 'শ্বাশত গোলদার ডিপার্টমেন্টের কাজে রিকশা করে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি সিএনজি ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সহপাঠীরা তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। তার হাতে ফ্র্যাকচার হয়েছে।'
পরে শিক্ষার্থীরা নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে ৯ দফা দাবিতে ত্রিশালের জিরো পয়েন্ট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেওয়ার উদ্দেশ্য রওনা হলে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন এবং সিএনজি মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন।
শিক্ষার্থীদের দাবিগুলো:
১. দুর্ঘটনাকারী সিএনজি চালকের ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) বাতিল করতে হবে।
২. চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. আহত দুই শিক্ষার্থী ও রিকশাচালকের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে।
৪. ক্ষতিগ্রস্ত ল্যাপটপ, মোবাইল ও রিকশাসহ মোট তিন লাখ টাকার ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. সকল দাবি পূরণের আগে আটককৃত কোনো সিএনজি ছেড়ে দেওয়া যাবে না।
৬. চালক ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে সিএনজি মালিক সমিতিকে ক্ষতিপূরণের দায় নিতে হবে; অন্যথায় কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।
৭. ক্যাম্পাসে বহিরাগতদের মোটরবাইক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৮. (দাবির ধারাবাহিকতা অনুযায়ী) ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৯. প্রশাসনকে দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
মো. শাহিদুল ইসলাম সবুজ/এমটি



























