শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:২৩, ২২ অক্টোবর ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কুরআন বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কুরআন বিতরণ
ছবি: সদ্য সংবাদ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭০০ এর অধিক পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি  সা'দ কবির বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকের আমাদের এই কর্মসূচি ফ্রি কোরআন বিতরণ মূলত এটি আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা এরকম প্রকাশ্যে প্রায় ১৭ বছর করতে পারিনি। এখন সুযোগ পেয়ে এটাকে উন্মুক্ত আকারে নিয়েছি। আমরা নিয়মিত এই কর্মসূচি পালন করি, আর আজকের এই কর্মসূচি পালনে দুইটি বিষয়কে সামনে রেখেছি। একটি হলো শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা, আর অন্যটি হলো আমাদের একটি প্রতিবাদ। আপনারা অবগত আছেন, নোয়াখালীতে একটি মসজিদের মধ্যে ‘দারুস সালাম কোরআন প্রোগ্রাম’ চলছিল। সেই জায়গায় বিএনপি এবং ছাত্রদলের কিছু সন্ত্রাসী সেখানে হামলা করে এবং সেটিকে ভণ্ডুল করে দেয়। আমরা তার প্রতিবাদস্বরূপ আজকে ভালো কাজের মাধ্যমে সেই প্রতিবাদটি প্রদর্শন করতে চাচ্ছি।'

তিনি আরও বলেন,'আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের মূল্যবোধের জায়গাটাকে আরও বলিষ্ঠ করা। যেন কোরআনের আলো সমাজে ছড়িয়ে যায়। আমরা চাই তরুণ সমাজ কোরআন পড়ুক, এবং কোরআন পড়ার মাধ্যমে নিজেদের জীবন গড়ুক, সমাজ গড়ুক, দেশ গড়ুক। একটি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে যেন আমরা ভূমিকা রাখতে পারি এটাই আমাদের চাওয়া।'

এই কর্মসূচি সম্পর্কে  পপুলেশন সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সায়মা সুলতানা সামি বলেন, 'আজকের এই কোরআন বিতরণের আয়োজন যারা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কারণ, কোরআন শরীফ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেরই উচিত প্রতিদিন এটি পড়া। আমরা চাই, প্রতিবছর এরকম আয়োজন করা হোক। আমরা এটার জন্য খুবই খুশি।'

একই বিভাগের আর একজন শিক্ষার্থী শরাজিউর রহমান রাজীব বলেন, 'ছাত্রশিবির একটি ভালো আয়োজন করেছে। তারা প্রতিটি ক্যাম্পাসে কোরআন বিতরণ করছে। এতে আমরা সকলে অনুপ্রাণিত। সবাই দীনের প্রতি আরও বেশি উৎসাহী হবে।'

উল্লেখ্য, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সকল সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ শাহিদুল ইসলাম সবুজ/এমটি