শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২৩ অক্টোবর ২০২৫

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের
ছবি: সংগৃহীত

পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না; প্রয়োজন হলে আমরা পথে নামবো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় এবং তাদের একটি নিজস্ব দল রয়েছে, যা সর্বোচ্চ সুবিধা ভোগ করছে এবং সরকারের নীতিতে প্রভাব বিস্তার করছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে; তা রুখতেই আমাদের ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে। দেরি করলে ক্ষতি বাড়বে দেশ ধ্বংসের চেষ্টাও চলছে; শেখ হাসিনার মতো কেউ টিকে থাকতে পারেনি, আপনরাও টিকবেন না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে, তার চেয়েও বেশি। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দিতে পারেন না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন।

তিনি বলেন, গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

সম্পর্কিত বিষয়: