শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:০৬, ২৩ অক্টোবর ২০২৫

৪৭ থেকে ৭১, সব ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

৪৭ থেকে ৭১, সব ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামী বা এর সদস্যদের কারণে যদি কেউ কোনোভাবে কষ্ট বা ক্ষতির শিকার হয়ে থাকেন, আমি সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে আন্তরিকভাবে ও নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি, সবাই আমাদের ক্ষমা করে দেবেন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি

শফিকুর রহমান বলেন, ‘ক্ষমা আমরা এইদিয়ে কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারও যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই।’

তিনি বলেন, “আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে। শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি ভুলও হয়ে থাকে, তার কারণে যদি জাতির কোনো ক্ষতি হয়ে থাকে—তাহলে ক্ষমা চাওয়ায় আপত্তি কোথায়? আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি এ কথা বলাটা ঠিক নয়। আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি, কোনো শর্ত দিইনি। এখন কেউ যদি বলে, এই ভাষায় নয়, ওই ভাষায় ক্ষমা চাইতে হবে তাহলে আর কী বা বলা যায়।”

সদ্য সংবাদ/এসএইচ