শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:১৬, ২৩ অক্টোবর ২০২৫

দেশের উন্নয়নেও বিএনপিকে ‘ভিলেন’ বানানো হচ্ছে: মির্জা ফখরুল

দেশের উন্নয়নেও বিএনপিকে ‘ভিলেন’ বানানো হচ্ছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির হাত ধরে দেশের উন্নয়ন হলেও দলটিকে পরিকল্পিতভাবে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। কিন্তু এখন এমনভাবে কথা বলা হয় যেন বিএনপিই দেশের সব সমস্যার মূল। অথচ দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গণতন্ত্রের ভিত্তি গঠনে বিএনপির অবদান অনস্বীকার্য।'

তিনি অভিযোগ করেন, 'দেশকে এগিয়ে নিতে এখন প্রয়োজন একটি সত্যিকারের নির্বাচিত সরকার। কিন্তু কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে নির্বাচনের সময় পিছিয়ে দিতে চায়। এতে জনগণের ভোটাধিকার আরও সংকুচিত হচ্ছে।'

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ফখরুল বলেন, 'জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তার মধ্যে ছিল অসাধারণ নেতৃত্বগুণ ও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতা। কিন্তু আওয়ামী লীগ সরকার তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছে।'

তিনি আরও বলেন, 'ক্ষণজন্মা মানুষদের কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, আর তারেক রহমানও আজ সেই পথেই হাঁটছেন দেশ ও জনগণের জন্য।'

সদ্য সংবাদ/এমটি