এনসিপির একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া: মির্জা ফখরুল
এনসিপি-র এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এনসিপি কখনও আসন চায়নি। তবে জামায়াত চেয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশনে দলীয় কার্যালয়ে ভারতীয় গণমাধ্যম এই-সময়ের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইতিহাস ও ভূগোল, দু’দিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশের চলে না। নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের থেকে পৃথক হবে। আওয়ামি লিগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি ও জামায়াতে ইসলামিকে এক বন্ধনীতে দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন। আশ্বাস দেন, বিএনপি আর কখনও জামায়াতকে মাথায় উঠতে দেবে না।