দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক। বুধবার (১২ নভেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, `দেশে একটা সংকট তৈরি হয়েছে। এটা অপ্রয়োজনীয় সংকট, যার কোনো প্রয়োজন ছিল না। উদ্দেশ্যপূর্ণভাবে সংকটটা তৈরি করা হয়েছে।` তিনি আরও বলেন, `সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলাই এর উদ্দেশ্য।`