হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতায় আনতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন’-এ তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্য জোট।
স্লোগানের মাধ্যমে সংখ্যালঘুদের ভোট প্রার্থনা করে মির্জা ফখরুল বলেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, মুসলমান-বৌদ্ধ ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”
তিনি বলেন, “আপনাদের অনেক দাবি-দাওয়া আছে। বিএনপি সবসময় এসব দাবির পক্ষে অবস্থান নিয়েছে। তবে এসব দাবি বাস্তবায়ন করতে হলে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এজন্য তার নেতৃত্বকে সহযোগিতা করতে হবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই নিরাপদ থাকবে। সেই নিশ্চয়তাই দিতে পারবেন তারেক রহমান।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, জ্যেষ্ঠ নেতা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।



























