আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
গণঅভ্যুত্থানের পর দেশে আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, 'গণঅভ্যুত্থানের পরে আজ আবারও নানাভাবে গণতন্ত্রকে ধ্বংস করার প্রচেষ্টা চলছে। ৭ নভেম্বর আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা সেই পথেই এগিয়ে যেতে চাই, যে পথে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।'
তিনি আরও বলেন, 'আমরা এমন এক রাষ্ট্র চাই যেখানে জনগণের ভোটের অধিকার ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিত থাকবে। সেই লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে এবং আগামীতেও লড়াই চালিয়ে যাবে।'
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, '১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ একদলীয় শাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। তারা স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো মুহূর্ত।'
জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, 'তিনি একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের পথে যাত্রা শুরু করে।'
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরে মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পৃথকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সদ্য সংবাদ/এমটি



























