রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ৭ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:০০, ৮ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে গণভোটের দাবি ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’: মির্জা ফখরুল

নির্বাচনের আগে গণভোটের দাবি ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ আট দলের জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিকে 'নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালির আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, 'একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়ে নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে। তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।'

তিনি আরও বলেন, 'বিএনপি স্পষ্টভাবে বলেছে, গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। আলাদা করে ভোট আয়োজন মানে অযথা রাষ্ট্রের অর্থ অপচয়। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, নইলে দেশের মানুষ তা মেনে নেবে না।'

সমাবেশ শেষে বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শুরু হয়ে সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা পর্যন্ত গিয়ে শেষ হয়।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ