বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল
বিএনপিকে অবজ্ঞা করলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়—এই দল গড়ে উঠেছে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রয়াত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের দল, আর আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্রের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছে। তাই বিএনপিকে ভয় দেখিয়ে বা অবজ্ঞা করে কেউ পার পাবে না।'
তিনি আরও বলেন, 'আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যদি আমরা রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে যাবে।'
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, 'নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন দিন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। তাহলেই দেশ সংকট থেকে মুক্তি পাবে।'
সদ্য সংবাদ/এমটি



























