মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে উদ্ধার নারী-শিশুসহ ৮৪ জন
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের তিন জনকে আটক করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে মানব পাচারকারী চক্রটি।