রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে উদ্ধার নারী-শিশুসহ ৮৪ জন

মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে উদ্ধার নারী-শিশুসহ ৮৪ জন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে ৮৪ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের তিন জনকে আটক করা হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে মানব পাচারকারী চক্রটি। 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, 'টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে । এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী।'

তিনি আরো জানান অভিযানের সময় পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এবং জিম্মিদের পাহাড়ের নিচে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে ভুক্তভোগীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলগতভাবে পাহাড় ঘিরে ফেলে। পরে সাহসিকতার সঙ্গে খাড়া পাহাড় বেয়ে উঠে পাচারকারীদের আটক করে তারা। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় রামদা ও একটি চাকু থেকে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ