রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ১৬ নভেম্বর ২০২৫

ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে

ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত সংলাপ শুরুর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ইসলামী ঐক্যজোটের দুই পক্ষের বিরোধের জেরে দলটির একাংশকে হলরুম থেকে বের করে দেয় ইসি।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংলাপ শুরুর আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি দল প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন আমিনীপন্থীরা।

রাজি অভিযোগ করে বলেন, 'ওরা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে। তারা থাকলে আমরা সংলাপে বসবো না।'

পরিস্থিতি সামলাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র দেখতে চান। রাজি পক্ষ হার্ডকপি দেখালেও আমিনী অনুসারীরা ফোনে থাকা কপি দেখাতে সক্ষম হন। সচিব স্পষ্ট জানিয়ে দেন, হার্ডকপি ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়। বহু অনুরোধের পরও সিদ্ধান্ত না বদলানোয় আমিনীপন্থী অংশকে হল ছেড়ে যেতে হয়।

বেরিয়ে এসে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন বলেন, 'আমাদের নামে দল নিবন্ধিত, আমন্ত্রণপত্রও আমাদের ছিল। ব্ল্যাকমেল করে চিঠি অন্য অংশ নিয়ে নিয়েছে। কমিশন একতরফা সিদ্ধান্ত দিয়েছে।'

সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, 'সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। আচরণবিধি মানলে সংলাপ ও নির্বাচনী প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব।'

সকালবেলার সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধি দল অংশ নেয়।সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ