ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত সংলাপ শুরুর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ইসলামী ঐক্যজোটের দুই পক্ষের বিরোধের জেরে দলটির একাংশকে হলরুম থেকে বের করে দেয় ইসি।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংলাপ শুরুর আগে মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বে একটি দল প্রবেশ করলে সেখানে আগেই উপস্থিত ছিলেন আমিনীপন্থীরা।
রাজি অভিযোগ করে বলেন, 'ওরা বিগত নির্বাচনে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে। তারা থাকলে আমরা সংলাপে বসবো না।'
পরিস্থিতি সামলাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের আমন্ত্রণপত্র দেখতে চান। রাজি পক্ষ হার্ডকপি দেখালেও আমিনী অনুসারীরা ফোনে থাকা কপি দেখাতে সক্ষম হন। সচিব স্পষ্ট জানিয়ে দেন, হার্ডকপি ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়। বহু অনুরোধের পরও সিদ্ধান্ত না বদলানোয় আমিনীপন্থী অংশকে হল ছেড়ে যেতে হয়।
বেরিয়ে এসে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন বলেন, 'আমাদের নামে দল নিবন্ধিত, আমন্ত্রণপত্রও আমাদের ছিল। ব্ল্যাকমেল করে চিঠি অন্য অংশ নিয়ে নিয়েছে। কমিশন একতরফা সিদ্ধান্ত দিয়েছে।'
সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, 'সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। আচরণবিধি মানলে সংলাপ ও নির্বাচনী প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব।'
সকালবেলার সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধি দল অংশ নেয়।সুপ্রিম পার্টি-বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
সদ্য সংবাদ/এমটি



























