গাছ ফেলে ঢাকা–বরিশাল মহাসড়কে আ. লীগের শাটডাউন কর্মসূচি, ৩ ঘণ্টা বন্ধ যান চলাচল
ঢাকা–বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচির প্রথম দিনে মহাসড়কে ১০ থেকে ১২টি গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে এই শাটডাউন কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শাটডাউনের ফলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মহাসড়কটিতে সবধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, 'অবৈধ অন্তর্বর্তী সরকার এবং ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করার পাঁয়তারা চলছে।'
এ সময় 'অবৈধ সরকার মানি না মানবো না', 'অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না' ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনরত নেতাকর্মীরা।
প্রায় তিন ঘণ্টা শাটডাউন কর্মসূচির পর প্রশাসনের উপস্থিতিতে ফায়ার সার্ভিস এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সহায়তায় মহাসড়কে ফেলে রাখা গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দ মারুফ/এমটি



























