মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ
ঘোষণার পরপরই সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ‘বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’