মাদারীপুরে যৌথ অভিযানে ৯ বস্তা গাঁজা উদ্ধার
মাদারীপুর সদর থানার ঝিকরহাটি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়। উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে অভিযান পরিচালনা, মাদকের উৎস, জড়িতদের তথ্য ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানানো হবে।