বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

মাদারীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে যৌথ অভিযানে ৯ বস্তা গাঁজা উদ্ধার

মাদারীপুরে যৌথ অভিযানে ৯ বস্তা গাঁজা উদ্ধার
ছবি: সদ্য সংবাদ

মাদারীপুর সদর থানার ঝিকরহাটি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়।

উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে অভিযান পরিচালনা, মাদকের উৎস, জড়িতদের তথ্য ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানানো হবে।

মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত থাকতে সংবাদকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য, আটক বা গ্রেপ্তারের তথ্য এবং সংশ্লিষ্ট তদন্ত বিষয়ে আজকের ব্রিফিংয়ে আরো বিস্তারিত জানানো হবে।

 

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ