বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশন পরিদর্শনে রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ আলী আব্দুল্লাহ রানা, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ এবং সদ্য সংবাদের হেড অব মাল্টিমিডিয়া মো. মিঠুন। পরিদর্শনকালে তারা ফাউন্ডেশনের মূল কার্যালয়সহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এরপর তারা মাহিনুরকটেজ পরিদর্শন করেন।
এ সময় সদ্য প্রয়াত সাবেক সচিব শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি সৈয়দ আলী আব্দুল্লাহ রানার পিতা-মাতার কবরেও ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
পরিদর্শন শেষে তারা মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। অতিথিরা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।



























