বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ফলের দোকানে জরিমানা

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ফলের দোকানে জরিমানা

মাদারীপুর শহরের কুলপদ্দি চৌরাস্তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে অনিয়ম ধরা পড়েছে। রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে চৌরাস্তার প্রায় সবগুলো ফলের দোকান তল্লাশি করা হয়।

অভিযানে দেখা যায়, অনেক দোকানে ওজনে কারচুপি করা হচ্ছে। এছাড়াও কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছিল। পরে সেসব নষ্ট পণ্য ধ্বংস করে ফেলা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে দুটি ফলের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় জরিমানা করা হয়। এর মধ্যে একটি দোকানকে ৮ হাজার টাকা এবং অন্যটিকে ৪ হাজার টাকা জরিমানা গুনতে হয়।

অভিযান পরিচালনাকারী সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মাদারীপুর জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, যেন তারা ভোক্তাদের সাথে প্রতারণামূলক কোনো আচরণ না করে।

সর্বশেষ