শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ২ অক্টোবর ২০২৫

ইয়াবা-হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ইয়াবা-হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর সদর উপজেলার পাচখোলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পশ্চিম পাচখোলার বাসিন্দা ওয়াসিম মাদবর (৫২), কালিকাপুর গ্রামের মো. আরমান মাতুব্বর (২৬) এবং ছিলারচর নয়াকান্দির মো. সজীব মুন্সি (৩০)।

ডিবি সূত্র জানায়, আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোয়েন্দারা তাদের গতিবিধি পর্যবেক্ষণের পর ফাঁদ পেতে আটক করে। জানা গেছে, মাদক বিক্রির উদ্দেশ্যে তারা যখন ডিবির কাছে আসে তখনই হাতেনাতে ধরা পড়ে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ