শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ৭ নভেম্বর ২০২৫

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টেকেরহাটে হেলেন জেরিন খানের নেতৃত্বে বিএনপির গণমিছিল

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টেকেরহাটে হেলেন জেরিন খানের নেতৃত্বে বিএনপির গণমিছিল

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এক গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি টেকেরহাট দক্ষিণপাড়া থেকে শুরু হয়ে উত্তরপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দক্ষিণপাড়ায় এসে শেষ হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, ‘৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। এই দিনে দেশের সৈনিক ও জনতা একত্রিত হয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েছিল। বিএনপি সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজকের এই কর্মসূচি পালন করছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে। আমরা সেই অধিকার পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছি, থাকব।’

বক্তব্যে তিনি আসন্ন গণআন্দোলনে রাজৈরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।