রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০২৫

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
ছবি: সদ্য সংবাদ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস সড়কের পাশে খাদে পড়ে এতে পথচারী  এক নারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী। জানা গেছে, নিহত ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন এবং দুর্ঘটনাটি ঘটে তার মেয়ের বাড়ির সামনেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয় এবং পরবর্তীতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

আহত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই যে উকিলবাড়ি এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, তাদের মধ্যে এক মহিলা নিহত হয়েছেন।”

সৈয়দ মারুফ/এসএইচ

সর্বশেষ