দুর্ঘটনা মেট্রোতে, চাপ বেড়েছে সড়ক
রাজধানীতে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পথচারী নিহতের ঘটনায় আজ রবিবার দুপুরে মেট্রো চলাচল বন্ধ থাকে। তিন ঘণ্টা পর আংশিক চালু হলেও আগারগাঁও-মতিঝিল অংশ এখনো বন্ধ। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও গণপরিবহনে যাত্রীর চাপ বেড়েছে। বিশেষ করে সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন ও ফার্মগেট এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সর্বশেষ বার্তায় জানিয়েছে, আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।
বিশেষ করে অফিস ছুটি শেষে ভিড় আরো বেড়েছে। সড়কে যানজট তীব্র আকার নিয়েছে। এতে অনেকে গাদাগাদি করে বাসে উঠছে। তবে এতেও দুর্ভোগের যেন শেষ নেই।
এদিকে ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।
সদ্য সংবাদ/এসএইচ



























