আজ বিদায় জানাতে চাননি: মেট্রো দুর্ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীর আহাজারি
মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামের মৃত্যুশোকে কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী। ৩৬ বছর বয়সী কালামের মরদেহ মর্গে নেওয়ার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। বিকেলে মর্গের সামনে অচেতন হয়ে পড়ছিলেন তার স্ত্রী আইরিন আক্তার পিয়া। কোলে ছোট ছেলেকে নিয়ে তিনি বারবার বলছিলেন, “আজ তাকে (কালামকে) বিদায় দিতে চাইনি… দরজাও বন্ধ করতে পারিনি। এখন আমার বাচ্চাদের কী হবে?”
আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে ৩৬ বছর বয়সী আবুল কালামের মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে।
নিহতের ভাগ্নে শাহাদাত মর্গের সামনে বলেন, নিহত আবুল কালাম ট্রাভেল এজেন্টে এয়ার টিকেট বিক্রির কাজ করতেন। তার তিন ও চার বছর বয়সী দুটো ছেলে রয়েছে; পরিবার নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে আবুল কালাম হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই লাইনের খামারবাড়ি এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকে।
সদ্য সংবাদ/এসএইচ



























