বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযানটি পরিচালিত হয়। এক পর্যায়ে ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে সেনা সদস্যরা আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, গান পাউডার এবং প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।



























