সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২৬ অক্টোবর ২০২৫

বগুড়া-৩ আসনে বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাশি একাট্টা, বিভাজন দলেই

বগুড়া-৩ আসনে বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাশি একাট্টা, বিভাজন দলেই

বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনের ৬ মনোনয়ন প্রত্যাশির মধ্যে ৫ জন শুক্রবার বিকেলে সান্তাহারে একত্রিত হয়ে সভা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন না পাওয়ায় এই অবস্থায় মনোনয়ন নিয়ে ওই এলাকায় বিভাজন দেখা দিয়েছে।

৬ মনোনয়ন প্রত্যাশি হলেন- বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদারের সঙ্গে ১৪ অক্টোবর রাতে তারেক রহমান ফোনে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিষয়টি আব্দুল মোহিত তালুকদারের অনুসারিরা জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তারা নিশ্চিত পোস্ট দিয়ে জানিয়েছেন যে, তিনি মনোনয়ন পেয়েছেন। এতে অন্যান্য মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষোভের মধ্যেই আব্দুল মোহিত তালুকদার ছাড়া অন্য ৫ মনোনয়ন প্রত্যাশি একত্র হয়ে ধানের শীষের পক্ষে সভা করেন।

সান্তাহার ইউনিয়ন বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ উপলক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা কোনও প্রকার ব্যক্তিগত বিরোধিতা প্রকাশ করেননি।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের ফোন না পাওয়ায় ৫ জন প্রকাশ্যে একত্র হয়েছেন। যদিও তারা আব্দুল মোহিত তালুকদারের বিরোধিতা প্রকাশ্যে না করলেও তলে তলে বিরোধিতা করছেন। ইতিমধ্যে আসনটিতে বিভাজন তৈরি হয়েছে।

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার বলেন, ‘তারেক রহমান ফোন করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি সেই অনুযায়ী মাঠে কাজ করছি এবং মনে হচ্ছে মনোনয়ন পাব।’

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, ‘আমরা ৫ মনোনয়ন প্রত্যাশি একত্র হয়ে সভা করেছি। সেখানে কারও বিপক্ষে নয়, ধানের শীষের পক্ষে এবং আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার পক্ষে কথা বলেছি।’

এদিকে, বগুড়া-৫ আসনেও তিন মনোনয়ন প্রত্যাশি একত্র হয়ে সভা ও সমাবেশ করছেন।

সর্বশেষ