রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:২২, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩২, ২৬ অক্টোবর ২০২৫

‎কুড়িগ্রামে ৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেফতার

‎কুড়িগ্রামে ৬ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর গ্রেফতার
ছবি: সংগৃহীত

‎‎কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভুরুঙ্গামারী থানার এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকা স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন— ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন (৪৫), তার জামাই পাবনা সদর উপজেলার স্বপন প্রামানিক (২৮) এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফ আলী (২১), যিনি আনোয়ার হোসেনের ভাগ্নে।

পুলিশ জানায়, আনোয়ার ও আশরাফ ভারতীয় গাঁজা সংগ্রহ করে স্বপনের ভাড়া বাসায় মজুত করেছিলেন। পরে এর কিছু অংশের নমুনা বাইরে নিয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ জানান, “গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ