কুড়িগ্রামে জীবন রক্ষাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন
বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগণের বসতভিটা ও জীবন রক্ষাসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে রমনা ঘাট ব্রহ্মপুত্রের তীরে “বাস্তহারা, ভূমিহীন ও অসহায় জনগণ ঐক্য পরিষদ”-এর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন— জোড়গাছ বাজার ঘাটে মালবাহী বন্দর স্থাপন, ভূমিহীন পরিবারের ছেলে-মেয়েদের বন্দরে চাকরির নিশ্চয়তা, সরকারের জমি অধিগ্রহণের ক্ষেত্রে যথাযথ মূল্য প্রদান, স্ট্যাম্পওয়ালা ভূমিহীনদের পুনর্বাসন এবং বারবার নদীভাঙনের শিকার পরিবারগুলোকে উচ্ছেদ না করা।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এতে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ বাদশাহ আলমঙ্গির, নুরুল আমিন সরকার, মাজেদুল ইসলাম, আব্দুল গনি, নুর ইসলাম, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মাজু ইব্রাহিম ও মাছুদ মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, চিলমারী নদী বন্দর স্থাপনের ঘোষণার পর যাত্রী পারাপারের জন্য রমনা ঘাটে ও পণ্য পরিবহনের জন্য জোড়গাছ ঘাটে জেটি নির্মাণের কথা থাকলেও অজ্ঞাত কারণে দুটি জেটিই রমনা ঘাট এলাকায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ওই এলাকার জমি অধিগ্রহণের উদ্যোগে বিপাকে পড়েছেন স্থানীয় জমির মালিক ও নদীভাঙনের শিকার শত শত পরিবার। তারা পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানান।
সদ্য সংবাদ/এসএইচ



























