সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

জনপ্রশাসনের সর্বত্র গুন্ডামি স্টাইলে চলছে: হাসনাত
এক এনআইডিতে সর্বোচ্চ ৭টি সিম রেজিস্ট্রেশন করা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়
মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, টেকনাফে নারী গুলিবিদ্ধ
আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, পর্যবেক্ষণ করবে ইসি
সাগরে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে মন্থা
লন্ডনে বর্ণবাদী ডানপন্থীদের রুখতে সড়কে হাজার হাজার প্রতিবাদী মানুষ
সরকার দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন করবে: তথ্য উপদেষ্টা
নভেম্বরে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:৩০, ২৬ অক্টোবর ২০২৫

আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি’র দাবিতে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী

আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি’র দাবিতে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার বিএনপি’র দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘২৩ অক্টোবর বিএনপি যে আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার  তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও ভিত্তিহীন। এ ধরনের দাবির পেছনে কোনো বাস্তব কারণ নেই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘উক্ত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সেবামূলক ও অরাজনৈতিকভাবে কাজ করে আসছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট। তাদের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন; তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’

জামায়াত নেতা সতর্ক করে বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো এভাবে অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে, তবে নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন এমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি গ্রহণ করলে ভবিষ্যতে আরও অযৌক্তিক দাবি উঠবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।’

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি’র এই বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবিকে আমলে না নেওয়ার জন্য আমরা কমিশনের প্রতি অনুরোধ জানাই।’

সম্পর্কিত বিষয়: