আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি’র দাবিতে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী
ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার বিএনপি’র দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘২৩ অক্টোবর বিএনপি যে আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও ভিত্তিহীন। এ ধরনের দাবির পেছনে কোনো বাস্তব কারণ নেই।’
তিনি আরও উল্লেখ করেন, ‘উক্ত প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সেবামূলক ও অরাজনৈতিকভাবে কাজ করে আসছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট। তাদের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন; তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’
জামায়াত নেতা সতর্ক করে বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো এভাবে অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে, তবে নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন এমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি গ্রহণ করলে ভবিষ্যতে আরও অযৌক্তিক দাবি উঠবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।’
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি’র এই বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবিকে আমলে না নেওয়ার জন্য আমরা কমিশনের প্রতি অনুরোধ জানাই।’



























