ধানের শীষে ভোট চেয়ে কলাবাগান থানা শ্রমিক দলের প্রচারণা
আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কলাবাগান থানা শ্রমিক দল। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ১৬ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মোঃ সজিব এর নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রচারণায় উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী। তারা ব্যারিস্টার অসীমের ছবি ও ধানের শীষ প্রতীকের ব্যানার হাতে নিয়ে স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণায় বক্তারা বলেন, “ব্যারিস্টার অসীম একজন দেশপ্রেমিক ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন।”
১৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মো. সজিব বলেন, “আমরা ব্যারিস্টার অসীমের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েছি। শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
এ সময় উপস্থিত ছিলেন মো. আলম সরদার সাবেক সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড শ্রমিক দল এবং ওয়ার্ডের বিভিন্ন নেতা-কর্মীরা।
মো. আকাশ সাদ/এসএইচ



























