অস্ত্রের জোরে ভোটে জিততে চাইলে দুঃসংবাদ অপেক্ষা করছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোটকেন্দ্র বা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই আশা পূরণ হবে না। শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সিইসি বলেন, যারা কেন্দ্র দখল করে কিংবা বাক্স দখল করে জেতার চিন্তা করছেন, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ‘তারা এতদিন শুধু ঘুঘু দেখেছেন, এবার ফাঁদও দেখবেন। দেশবাসীকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতায় আমরা নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করব।’