শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নির্বাচন

নির্বাচন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কেএম নুরুল হুদা কমিশনের মতো। রোববার (১৯ অক্টোবর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, `নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং স্বেচ্ছাচারীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, তা স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হবে: সিইসি

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হবে: সিইসি

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এর আগে, তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন। এএমএম নাসির উদ্দিন বলেন, যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।