শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৫৭, ১৯ অক্টোবর ২০২৫

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত
ছবি: সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে, তবে তাদের পরিণতি হবে কেএম নুরুল হুদা কমিশনের মতো।

রোববার (১৯ অক্টোবর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং স্বেচ্ছাচারীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে, তা স্পষ্ট নয়। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এনসিপিকে ইচ্ছাকৃতভাবে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না।’

হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশন রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে। তাদের বিভিন্ন সিদ্ধান্ত অন্য কোথাও থেকে আসে এবং তারা সেগুলো বাস্তবায়ন করছে।’

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি মেরুদণ্ডহীন কমিশন, যা বিভিন্ন পক্ষের স্বার্থে কাজ করছে। যারা ইসি নিয়োগ দিয়েছে, তাদেরই পারপাস সার্ভ করছে। যদি তারা নিজেদের অবস্থান ঠিক না করে, পরিণতি হবে নুরুল হুদা কমিশনের মতো।’

সদ্য সংবাদ/এমটি