আবারও ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে এই ভূমিকম্পটি আঘাত হানে।
ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভোর ৫টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৮০ কিলোমিটার। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এর আগে, গত মঙ্গলবার ভোরেও আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এছাড়া, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল আফগানিস্তানে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় কম্পন।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক কম্পনে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে উত্তরাঞ্চল ও পার্বত্য এলাকাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এমটি



























