ট্রাম্প গেলেও মোদী যাচ্ছেন না আসিয়ান সম্মেলনে, নেপথ্যে কি?
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলন। সেখানে যোগ দিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে মনে করা হচ্ছিল, নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে আসিয়ান সম্মেলনের ফাঁকে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে মোদী জানিয়ে দিলেন, তিনি ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন। মালয়েশিয়া যাচ্ছেন না তিনি। খবর: হিন্দুস্তান টাইমস
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে বলা হয়, সময়সূচির ব্যস্ততার কারণ দেখিয়ে আসিয়ান সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মালয়েশিয়ায় না যাওয়ার বিষটি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি নিজেও। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলার পরে ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমার প্রিয় বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে উষ্ণ আলাপ হয়েছে। মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যান পদের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য শুভকামনা জানাই তাকে। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আসিয়ান-ভারত বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর হবে বলে আশা আমার।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে চলমান দীপাবলি উৎসবের কারণে নরেন্দ্র মোদি ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।
কুয়ালালামপুরে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের ১০টি সদস্য ছাড়াও চীন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা উপস্থিত থাকবেন।
বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। সম্প্রতি জানা যায়, দুই দেশ বাণিজ্য চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে। এরই সঙ্গে দাবি করা হয়েছিল, মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি ও ট্রাম্পের। সেখানেই এই চুক্তির কথা ঘোষণা হতে পারে।কিন্তু মালয়েশিয়ায় মোদির সফর না হওয়ায় ইঙ্গিত দিচ্ছে যে নয়াদিল্লি ও ওয়াশিংটন হয়তো এখনো বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে নেই।
সদ্য সংবাদ/এসএইচ



























