শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৪৩, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৩৬, ২৩ অক্টোবর ২০২৫

গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের

গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের
ছবি: সংগৃহীত

জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বুধবার (২২ অক্টোবর) এক রায়ে জানিয়েছে, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েল বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। খবর এএফপি

মানবিক সংস্থাগুলোর জানায়, চলতি মাসের শুরুতে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগে তারা গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এদিকে আইসিজে জানিয়েছে, আদালতের এই পরামর্শমূলক রায় আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও এর রয়েছে গুরুত্বপূর্ণ আইনি নৈতিক প্রভাব। তবে ইসরায়েল রায়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আশা করি, ইসরায়েল রায়টি মেনে চলবে।

আইসিজের সভাপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জাতিসংঘ এর বিভিন্ন সংস্থার ত্রাণ কার্যক্রমে সহযোগিতা তা সহজ করতে ইসরায়েল বাধ্য।

এর মধ্যে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ, যাকে ইসরায়েল নিষিদ্ধ করেছে। ইসরাইলের অভিযোগ, সংস্থাটির কিছু কর্মী ২০২৩ সালের অক্টোবর হামাসের হামলায় অংশ নিয়েছিল। তবে আন্তর্জাতিক আদালত এর রায় বলছে, , ইসরায়েল এসব অভিযোগের কোন প্রমান দিতে পারেনি। এছাড়া ইসরায়েল শুনানিতেও অংশ নেয়নি

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে লিখেছেন, ‘ইসরায়েল আইসিজের পরামর্শমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এটি শুরু থেকেই অনুমেয় ছিল। এটি আন্তর্জাতিক আইনের আড়ালে রাজনৈতিক চাপ প্রয়োগের আরেকটি প্রচেষ্টা।

এদিকে আইসিজে জানায়, আদালতের কার্যক্রমকেঅস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছেবলে অভিযোগ করেন ইসরায়েল। তবে ইসরাইলের এই অভিযোগও আদালত প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, হেগের আরেক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই অভিযোগে পরোয়ানা জারি করা হয়েছে হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও, যাকে সাম্প্রতিক এক বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে।

সদ্য সংবাদ/এসএইচ