বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২২ অক্টোবর ২০২৫

বিশ্ব হিন্দু পরিষদ নেতার বিদ্বেষমূলক পোস্ট

গুজরাটে মুসলিম দোকানপাট, বাড়িঘর ভাঙচুর

গুজরাটে মুসলিম দোকানপাট, বাড়িঘর ভাঙচুর
ছবি: সংগৃহীত

গুজরাটে গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জানা গেছে, গুজরাটের এক বাসিন্দা ‘আই লাভ মুহাম্মদ (স.)’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এই পোস্টের উত্তরে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা হিতেশ ব্যাঙ্কার মুসলিমদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিদ্বেষমূলক পোস্ট ছড়িয়ে দেন। ব্যাঙ্কারের পোস্টে তিনি ‘আই লাভ মহাদেব’ লিখে ভাইরাল করার আহ্বান জানান, যা দ্রুত হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গভীর রাতে উগ্র হিন্দুত্ববাদীরা লাঠি ও পাথর হাতে সশস্ত্র হয়ে রাস্তায় নেমে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের দোকান ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

এই ঘটনায় প্রায় ১০০ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। দাঙ্গা, অগ্নিসংযোগ ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে গুজরাট পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উসকানিমূলক পোস্টগুলোর উৎস ও সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কিনা তা নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ