বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৫১, ২২ অক্টোবর ২০২৫

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু পরবর্তীত অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সময় ব্যয় করতে তিনি আগ্রহী নন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত করা হয়েছে। পরে ট্রাম্পের এক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, আলোচনার পথে বড় বাধা হিসেবে রয়েছে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নিকট ভবিষ্যতেও ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা নেই।

বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কোনো নিরর্থক বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

ট্রাম্পের দ্বিধা ইউরোপীয় নেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হতে পারে। কারণ তারা দীর্ঘদিন ধরেই পুতিনের বিরুদ্ধে কূটনৈতিকভাবে সময় নষ্ট করার চেষ্টা করে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি সীমিত করার অভিযোগ তুলেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানির চ্যান্সেলরসহ ইউরোপীয় নেতারা ইতোমধ্যেই স্পষ্ট জানিয়েছেন, তারা এমন কোনো চুক্তি মেনে নেবেন না যেখানে ইউক্রেনকে রুশ দখলকৃত ভূখণ্ড ছাড়তে চাপ দেওয়া হয়—যেমন সম্প্রতি ট্রাম্পের প্রস্তাব।

তারা একসঙ্গে মিলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় অর্থ সহায়তা দিতে রাশিয়ার জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহার করার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছেন। যদিও এই পদক্ষেপের আইনগত বৈধতা ও পরিণতি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ