বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

|৬ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২২:৩৩, ২২ অক্টোবর ২০২৫

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে জরিমানা ২৪ হাজার টাকা

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে জরিমানা ২৪ হাজার টাকা
ছবি: সংগৃহীত

লন্ডনের পশ্চিমাঞ্চলে কাপে অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় এক নারীকে ১৫০ পাউন্ড, অর্থাৎ প্রায় ২৪ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে ১০ অক্টোবর, রিচমন্ডের কিউ এলাকায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, স্থানীয় বাসিন্দা বুরজু ইয়েসিলিউর্ত সকালে কাজে যাওয়ার পথে পুনর্ব্যবহারযোগ্য কাপে থাকা সামান্য কফি রাস্তায় থাকা ড্রেনে ঢেলে দেন, যাতে বাসে ওঠার সময় কফি ছিটকে না পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তিনজন আইন প্রয়োগকারী কর্মকর্তা তাঁর বাস থামিয়ে ১৯৯০ সালের ব্রিটিশ পরিবেশ সুরক্ষা আইন-এর ৩৩ নম্বর ধারায় জরিমানা করেন।

পরে বিবিসি-কে ইয়েসিলিউর্ত বলেন, ‘আমি ভেবেছিলাম দায়িত্বশীল কাজ করছি। কিন্তু হঠাৎ তিন কর্মকর্তা এসে ঘিরে ধরলেন এটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত।’

কর্মকর্তারা তাঁকে জানান, তরল বর্জ্য ড্রেনে ফেলা আইনত অপরাধ, কারণ তা পরিবেশ দূষণের কারণ হতে পারে। অবশিষ্ট কফিটি নিকটস্থ ডাস্টবিনে ফেলা উচিত ছিল বলে জানানো হয় তাঁকে।

ইয়েসিলিউর্ত অভিযোগ করেন, ঘটনাস্থলের কোথাও কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। তিনি বলেন, ‘আমি কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম, কোনো সাইন আছে কি না তারা কিছুই বলেননি।’

প্রথমে তাঁকে ১৫০ পাউন্ড জরিমানা করা হলেও, ১৪ দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে তা ১০০ পাউন্ডে নামিয়ে আনা হবে। তবে তিনি জরিমানা না দিয়ে স্থানীয় কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, ‘যদি আইন এত কঠোর হয়, তবে সড়কে বা বাসস্টপে স্পষ্টভাবে সতর্কবার্তা থাকা উচিত।’

অন্যদিকে, রিচমন্ড কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, জরিমানাটি বৈধভাবে আরোপ করা হয়েছে এবং কর্মকর্তারা পেশাদারভাবে দায়িত্ব পালন করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘রিচমন্ডের জলপথ ও সড়ক পরিষ্কার রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কেউ যদি মনে করেন তাঁর জরিমানা অন্যায্য, তবে পর্যালোচনার আবেদন করতে পারেন।’

যুক্তরাজ্যের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, এমন কোনো বর্জ্য তরল বা কঠিন যা মাটি বা পানি দূষণের কারণ হতে পারে, তা ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। ড্রেনে কফি ঢালাও সেই আইনের আওতায় পড়ে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ