শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

ইসরায়েলি আগ্রাসন

ইসরায়েলি আগ্রাসন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ১৮ হাজার ৮৮৫ জন শিশু। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গাজায় শিশুদের জন্য কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের ঘাটতি চরম আকার ধারণ করায় ক্ষুধা ভয়াবহ রূপ নিয়েছে। লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিলেও সেগুলোও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

নেতানিয়াহুর ‌‌‌‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা, বাংলাদেশসহ ৩১টি দেশের নিন্দা

নেতানিয়াহুর ‌‌‌‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা, বাংলাদেশসহ ৩১টি দেশের নিন্দা

‌‌‌‘গ্রেটার ইসরায়েল’ নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী মন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার আহ্বান জানানোর পর তিনি এ বিষয়ে মন্তব্য করেন বলে জানা যায়। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও তার মন্ত্রীদের এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন’। এটি আরব জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি’, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে।