নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনা, বাংলাদেশসহ ৩১টি দেশের নিন্দা
‘গ্রেটার ইসরায়েল’ নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী মন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার আহ্বান জানানোর পর তিনি এ বিষয়ে মন্তব্য করেন বলে জানা যায়। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও তার মন্ত্রীদের এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন’। এটি আরব জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি’, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে।