শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

ইসরায়েলি আগ্রাসন

ইসরায়েলি আগ্রাসন

গাজায় বোমবর্ষণ শুরু করেছে দখলদার বাহিনী, শোনা যাচ্ছে বিস্ফোরণ-ড্রোন হামলার শব্দ 

গাজায় বোমবর্ষণ শুরু করেছে দখলদার বাহিনী, শোনা যাচ্ছে বিস্ফোরণ-ড্রোন হামলার শব্দ 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় ‘শক্তিশালী’ সামরিক হামলার নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।এই নির্দেশ এমন এক সময় এলো, যখন নেতানিয়াহু অভিযোগ করেছেন হামাস যুদ্ধবিরতি চুক্তি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত ১২৫ বার চুক্তি ভঙ্গ করেছে, যার মধ্যে ৯৪ ফিলিস্তিনির প্রাণহানিও রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজাজুড়ে বিস্ফোরণ ও ড্রোন হামলার শব্দ শোনা যাচ্ছে। আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানান, ‘এই নিরবচ্ছিন্ন বিস্ফোরণ যুদ্ধবিরতির কতটা ভঙ্গুর তা ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে।’

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

দীর্ঘ দু`বছরের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য উঠে আসে। গত শুক্রবার (১৭ অক্টোবর) গাজা সিটির জেইতুন এলাকায় বাস্তুচ্যুতদের বহনকারী একটি বাসে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। ওই হামলায় একই পরিবারের অন্তত ১১ জন নিহত হন, যাদের মধ্যে সাত শিশু ও তিন নারী ছিলেন। নিহত সবাই স্থানীয় আবু শাবান গোত্রের সদস্য। জানা গেছে, যুদ্ধবিরতি শুরুর পর নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরছিলেন তারা।