গাজায় বোমবর্ষণ শুরু করেছে দখলদার বাহিনী, শোনা যাচ্ছে বিস্ফোরণ-ড্রোন হামলার শব্দ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় ‘শক্তিশালী’ সামরিক হামলার নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।এই নির্দেশ এমন এক সময় এলো, যখন নেতানিয়াহু অভিযোগ করেছেন হামাস যুদ্ধবিরতি চুক্তি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে। তবে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত ১২৫ বার চুক্তি ভঙ্গ করেছে, যার মধ্যে ৯৪ ফিলিস্তিনির প্রাণহানিও রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজাজুড়ে বিস্ফোরণ ও ড্রোন হামলার শব্দ শোনা যাচ্ছে। আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানান, ‘এই নিরবচ্ছিন্ন বিস্ফোরণ যুদ্ধবিরতির কতটা ভঙ্গুর তা ক্রমাগত মনে করিয়ে দিচ্ছে।’