যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
দীর্ঘ দু`বছরের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষর হয়। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য উঠে আসে। গত শুক্রবার (১৭ অক্টোবর) গাজা সিটির জেইতুন এলাকায় বাস্তুচ্যুতদের বহনকারী একটি বাসে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। ওই হামলায় একই পরিবারের অন্তত ১১ জন নিহত হন, যাদের মধ্যে সাত শিশু ও তিন নারী ছিলেন। নিহত সবাই স্থানীয় আবু শাবান গোত্রের সদস্য। জানা গেছে, যুদ্ধবিরতি শুরুর পর নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরছিলেন তারা।