গাজায় ইসরায়েলি বর্বরতার ২ বছর
নিহত ৬৭ হাজার ফিলিস্তিনি, মধ্যপ্রাচ্যের হেভিওয়েটদের মৌন সমর্থন
আজ ৭ অক্টোবর, ২০২৫। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতার ২ বছর। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় শুরু হওয়া হামলা ও আগ্রাসন দু'বছর পর আজও থামেনি। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৭ হাজার। আহত ও পঙ্গুত্ব বরণ করেছে কয়েক লক্ষ ফিলিস্তিনি।
বিমান কিংবা স্থল হামলায় ক্ষান্ত নয়, দু'বছর ধরে গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ঢুকতে দেয়া হচ্ছেনা ত্রাণ। ফলে কৃত্রিম এই দুর্ভিক্ষে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন গাজার বাসিন্দারা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় তীব্র অভিযান শুরু করে ইসরায়েল। দুই বছর ধরে হামাস নির্মূলের নামে অবরুদ্ধ এই উপত্যকায় চালাচ্ছে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ দখলদার ইসরায়েল।
চাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিলের মতে, গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় ইসরায়েল ব্যর্থ হলেও ইরান-সমর্থিত প্রতিরোধ জোট দুর্বল হয়েছে। ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। যদিও মধ্যপ্রাচ্যের হেভিওয়েটদের নিশ্চুপ থাকা এবং তাদের ইসরায়েলের প্রতি পরোক্ষভাবে তরফদারি বিশ্বকে অবাক করেছে।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভাকিল বলেন, 'ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। বেসামরিকদের শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে তাদের অস্তিত্বই হুমকির মুখে ফেলেছে।'



























