শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৮ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৪৬, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:১৫, ৯ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি ঘোষণার পরেও অব্যাহত গাজায় ইসরায়েলি হামলা

যুদ্ধবিরতি ঘোষণার পরেও অব্যাহত গাজায় ইসরায়েলি হামলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ঘোষণা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। খবর আল-জাজিরা।

বুধবার (৮ অক্টোবর) রাতে ট্রাম্প এক ঘোষণায় জানান, হামাস ও ইসরায়েল তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে' ট্রাম্প বলেন, 'আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে সম্মত হয়েছে।'

তবে এর কিছুক্ষণ পরই গাজা নগরীর বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

কিন্তু আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের ঘোষণার পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান গাজার পশ্চিমাঞ্চলে একাধিক হামলা চালায়। আল-শাতি শরণার্থীশিবিরের একটি বাড়িতে বিমান থেকে ফেলা গোলা আঘাত হানে। এছাড়া দক্ষিণ গাজার সাবরা এলাকায় বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি সেনারা। তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত মাসে ট্রাম্প গাজা সংকট নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এতে হামাস কিছুটা ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল তা দ্রুত মেনে নেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি করে এ ঘটনায় ১ হাজার ২১৯ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। তাঁদের মধ্যে এখনো ৪৭ জন গাজায় আটক রয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের আর জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর থেকেই গাজায় অব্যাহতভাবে বোমাবর্ষণ ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সর্বশেষ