যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরাইলি হামলা থামেনি। গত শুক্রবার যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
কাতারভিত্তিকি সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার থেকে দখলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপে একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু ও তিনজন নারী রয়েছেন। গাজা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, পরিবারটি যখন তাদের বাড়িতে ফিরে আসছিল, তখন তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
এছাড়া, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এই হামলাগুলো হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং ওয়াশিংটন নিশ্চিত করছে যেন পরিস্থিতি ‘খুব শান্তিপূর্ণ’ থাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।
সদ্য সংবাদ/এমটি



























