পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১৭ অক্টোবর) ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ উত্তরাঞ্চলের অন্যান্য অঞ্চল কেঁপে ওঠে। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের ধাক্কা লেগেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় অবস্থান করেছিল।