রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৭
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরা।

সোমবার (৩ নভেম্বর) ভোরে হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর প্রতিবেদনে প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) জানানো হয়।

ইউএসজিএস জানায়, রোববার রাত থেকে সোমবার ভোরের দিকে আফগানিস্তানে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রায় পাঁচ লাখ ২৩ হাজার জনসংখ্যার নগরী মাজার-ই-শরিফের অদূরেই ছিল এর উপকেন্দ্র। রাজধানী কাবুলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এএফপি’র সংবাদদাতারা।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা বলেন, ‘সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত ও সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।’

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের পবিত্র মাজারের (ব্লু মসজিদ) একটি অংশ ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগেও আরেকটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছরে আফগানিস্তানে ৫টির অধিক প্রাণঘাতি ভুমিকম্প অনুভুত হয়েছে।

সদ্য সংবাদ/এমটি