রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২৩:২২, ১৭ অক্টোবর ২০২৫

পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১৭ অক্টোবর) ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদসহ উত্তরাঞ্চলের অন্যান্য অঞ্চল কেঁপে ওঠে।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের ধাক্কা লেগেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় অবস্থান করেছিল।

গত সপ্তাহেও পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় লায়া শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়।

স্থানীয় রেসকিউ বিভাগের মুখপাত্র ওয়াসিম হায়াত জানিয়েছেন, ভূমিকম্প অনুভূত হলেও কোনো জরুরি পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ