ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ২৭

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। আহত হয়েছেন ১৪৭ জনের বেশি। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির।
মার্কিন ইউএসজিএস ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূম্পন রেকর্ড করা হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বোহল প্রদেশের কালাপে পৌরসভা। ভূমিকম্পটি পৌরসভা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার ভূগর্ভে সমুদ্রে উৎপত্তি হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সুনামির হুমকি নেই। এজন্য বাড়তি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। যদিও বেশিরভাগ ভূমিকম্প মানুষ টের পায় না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে। তবে ওই অঞ্চলে হঠাৎ করেই বড় ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানতে পারে।